নিজস্ব প্রতিবেদকঃ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ, যা গত বছরের ৬৩.২২ শতাংশের তুলনায় ১৩.৬ শতাংশ কম। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল ভালো হয়েছে।
ফলাফলে জানা গেছে, ৭৫,৮৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯,৯৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২,৬৮৪ জন; এর মধ্যে ছাত্রী ১,৫৬৭ এবং ছাত্র ১,১১৭।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল্লাহ জানান, এবার পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে হয়েছে। জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে ময়মনসিংহ জেলা, পিছিয়ে নেত্রকোনা। ১৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।
Leave a Reply