ফিচার নিউজ:
মধ্য জ্যৈষ্ঠের গরম, রোদের ঝলকানি আর শহরের ব্যস্ত পথে হাঁসফাঁস অবস্থা—সবই শরীরের জন্য চ্যালেঞ্জ। ঘামের সঙ্গে বেরিয়ে যায় প্রয়োজনীয় পানি, ফলে শরীর নিস্তেজ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে স্বস্তি এবং স্বাস্থ্য রক্ষায় ডাবের পানি এখনো সবার প্রথম পছন্দ।
শুধু তৃষ্ণা মেটানো নয়, ডাবের পানিতে আছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রাকৃতিক মিনারেল। বিশেষজ্ঞদের মতে, এটি শরীরকে সতেজ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড় ও ত্বককে সুস্থ রাখে। গরমে এক কাপ ডাবের পানি শরীরকে দেয় জরুরি পানি এবং শক্তি।
ত্বকের যত্নেও ডাবের পানির জুড়ি মেলা ভার। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ইনফেকশন কমায় এবং ত্বককে তরতাজা রাখে। অ্যাকনের সমস্যা থাকলেও এটি খুব উপকারী। শ্বাসনালীর স্বাস্থ্য, হজমশক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য রোধ—সবকিছুতে কাজ করে ডাবের পানি। পাশাপাশি, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং ওজন ঠিক রাখতে সাহায্য করে।
ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। এতে থাকা কার্বোহাইড্রেট ও মিনারেল শরীরকে শীতল ও আর্দ্র রাখে। বিশেষজ্ঞরা মনে করান, ডাবের পানি শুধু পানির বিকল্প নয়, এটি শরীর ও ত্বককে সতেজ রাখার প্রাকৃতিক উপায়।
গরমে শহরের রাস্তায় হাঁটাচলার সময় কিংবা অফিস-ফেরতের পথে একটি ঠাণ্ডা ডাবের পানি স্বস্তি দেয়, শক্তি জোগায় এবং শরীরকে সতেজ রাখে। স্বাস্থ্য সচেতনরা বলছেন, এটি এখন শুধুই পানীয় নয়, বরং শরীর ও মনের প্রাকৃতিক বন্ধু।