নিজস্ব প্রতিবেদক:
সরকারি কলেজে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাতে পিএসসি’র ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।তিনি জানান, “৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ১,২১৯ জন প্রার্থী। আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।“
এ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি কলেজগুলোতে ৬৮৩টি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিস্তারিতভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।এদিকে ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এখন প্রস্তুতি চলছে ভাইভার জন্য।
পরবর্তী ধাপ: উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সময়মতো প্রবেশপত্র সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ জানিয়েছে কমিশন।
Leave a Reply