বিশেষ প্রতিবেদক, চৌধুরী জুয়েল রানা :
নড়াইলের নড়াগাতী বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক বি. এম. নাগির হোসেনের নির্বাচনী প্রচার গেট ও ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী লস্কার ফিরোজ আহম্মদ শনিবার সকালে নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত কয়েকজন নড়াগাতী বাজারসংলগ্ন ব্রিজের পাশে মুকুলের দোকানের সামনে স্থাপিত প্রচার গেটটি ভেঙে ফেলে। গেটটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।
লস্কার ফিরোজ আহম্মদ বলেন, “এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাঙচুর। নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্যই এমন কাজ করা হয়েছে।”
নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সুগবিন্দ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, “নির্বাচনকে ঘিরে বিরোধী দলের নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা চলছে।”
Leave a Reply