বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

জামালপুর প্রতিনিধি,রোকনুজ্জামানঃ
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. পলাশ মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালিয়ে খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক পলাশ মিয়া একই এলাকার বাসিন্দা।
পরে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুরো কার্যক্রমটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক–এর নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়।
এ বিষয়ে ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT