জামালপুর প্রতিনিধি,রোকনুজ্জামানঃ
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. পলাশ মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালিয়ে খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক পলাশ মিয়া একই এলাকার বাসিন্দা।
পরে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুরো কার্যক্রমটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক–এর নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়।
এ বিষয়ে ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।