বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন আশ্লেষা–সন্দীপ

২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন আশ্লেষা–সন্দীপ

বিনোদন ডেস্কঃ

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি আশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা দীর্ঘ ২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গত ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাদামাটা আয়োজনেই সাতপাকে বাঁধা পড়েন তারা।

সোমবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সন্দীপ লিখেছেন, “মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে আমরা নতুন এক অধ্যায় শুরু করলাম। ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করেছি। সবার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।”

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ জানান, গত এপ্রিলে বৃন্দাবন সফর তাদের জীবনে বিশেষ এক অনুভূতি জাগায়। রাধা–কৃষ্ণের মন্দিরে গভীর সংযোগ অনুভব করেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। “বাবা–মা সবচেয়ে খুশি। তারা বহুদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। সবকিছুই সরল রাখতে চেয়েছি,” বলেন সন্দীপ।

বিয়ের পর উচ্ছ্বসিত আশ্লেষা বলেন, “আমি ভীষণ আনন্দিত। আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বৃন্দাবন ছিল আদর্শ জায়গা—সেখানে গিয়েই আমরা বিশেষ টান অনুভব করেছিলাম। সিদ্ধান্তটা খুব স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল, তাই পরিবার ছাড়া কাউকে জানাইনি।”

দীর্ঘ লিভ-ইনের পর বিয়ে নিয়ে সন্দীপ বলেন, “অনেক দিন ধরে একসঙ্গে থাকার পরও কেন বিয়ে করছি না—এ প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত ছিলাম। আমার তো মনে হতো আমরা অনেক আগেই বিবাহিত!” তার ভাষায়, “বিয়ের পর আলাদা কিছু মনে হচ্ছে না। এটা এমনই একটি পদক্ষেপ, যা একদিন না একদিন করতেই হতো। ভালোবাসা ও আশীর্বাদে আমরা সত্যিই আপ্লুত।”

২০০২ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কভি বহু থি’-এর সেটে প্রথম দেখা হয়েছিল আশ্লেষা ও সন্দীপের। সেখান থেকেই শুরু প্রেম, দুই দশক পর সেই সম্পর্ক এখন পরিণত হলো দাম্পত্যে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT