আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান চেয়ে শক্ত বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধের দুই প্রধান পক্ষ—রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি–এর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন এবং উভয়কেই বলেছেন,
এখন রক্তপাত থামানোর সময়। শুক্রবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের একটি জাতীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,আমি উভয় নেতার সঙ্গে কথা বলেছি। প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। এই যুদ্ধ কারও জন্যই কল্যাণ বয়ে আনছে না। এখন সময় এসেছে শান্তির পথে হাঁটার।
ট্রাম্প দাবি করেন, যদি তিনি আবার হোয়াইট হাউজে ফেরেন, ২৪ ঘণ্টার মধ্যেই এই যুদ্ধ বন্ধ করা সম্ভব।
তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের জন্য এমন একটি সমাধান আছে, যা কারও পরাজয় নয়—এটা হবে মানবতার জয়।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প বর্তমান মার্কিন প্রশাসনের নীতির কঠোর সমালোচক। তিনি বারবার বলেছেন, এই যুদ্ধ ছিল অপ্রয়োজনীয় ও পরিকল্পনাহীন।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য আসন্ন মার্কিন নির্বাচনের প্রাক্কালে একটি নতুন কূটনৈতিক অবস্থান নির্দেশ করছে।অনেকে বলছেন, এ ধরনের বার্তা দিয়ে ট্রাম্প নিজেকে “শান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন, কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply