বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
রায়েরবাজারে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু

রায়েরবাজারে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই আন্দোলনে নিহত ১১৪ অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্তে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার সকাল সারে ৯ টা থেকে। আদালতের নির্দেশ অনুযায়ী সিআইডি পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকালে উত্তোলন শুরু হবে। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে মরদেহগুলো যথাযোগ্য মর্যাদায় পুনরায় দাফন করা হবে।

সকাল সাড়ে ৯টায় সিআইডির অতিরিক্ত আইজিপি (প্রধান) মো. সিবগত উল্লাহ ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ নৃবিজ্ঞানীদের একটি টিম উপস্থিত থাকবে। কবরস্থানে অপরাধ দৃশ্য ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম ও তাবু স্থাপন করেছে।

গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত এসব অজ্ঞাত ব্যক্তিকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।

পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরবর্তীতে মরদেহ যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT