নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন পঞ্চগড়ের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বুধবারের (২৬ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অপরদিকে, বর্তমান দায়িত্বপ্রাপ্ত এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।
এর আগেরদিন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত এসপি মিজানুর রহমান মুন্সীর যোগদানকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন গতিধারার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা।