বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ মুক্তি পেল—আইটেম গানে দর্শনার খোলামেলা উপস্থিতি নিয়ে তোলপাড়

‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ মুক্তি পেল—আইটেম গানে দর্শনার খোলামেলা উপস্থিতি নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক বিনোদন  ডেস্ক ঃ

ভারতীয় বাংলা সিনেমা ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পায়েল সরকার ও ঋষভ বসু অভিনীত এ সিনেমাটি মুক্তির আগে ‘অ্যাডাল্ট সনদ’ পায়। ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেছেন নায়ক–নায়িকা।

সিনেমাটির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি আইটেম গান—‘চুরি ছাড়া কাজ কি’। লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের কণ্ঠে ৭০-এর দশকের ‘তিন মূর্তি’ সিনেমার এই জনপ্রিয় গানটি নতুন করে রিমেক করা হয়েছে। ভিডিওতে পারফর্ম করেছেন টলিউড ও ঢাকাই সিনেমার পরিচিত মুখ দর্শনা বণিক—স্বল্পবসনে হাজির হয়ে ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

গানটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলছেন, “দর্শনা যেন আগুন।” আবার অনেকেই সমালোচনা করে লিখেছেন, “সবসময়ই আরষ্ট।” অতিরিক্ত মনোযোগ ও নেতিবাচক মন্তব্য নিয়ে একসময় ক্ষুব্ধ হলেও এখন আর তা প্রভাবিত করে না বলে জানিয়েছেন অভিনেত্রী।

আইটেম গান ছাড়া সিনেমায় দর্শনার উপস্থিতি নেই। তাহলে শুধুই এই অংশে কেন? ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দর্শনা জানান, “এ ধরনের গান বলিউডে প্রচারের জন্য তৈরি হয়। এখনই এর চাহিদা বেশি। তাই রাজি হয়েছিলাম।” উদাহরণ হিসেবে তিনি আরিয়ান খানের সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এ তামান্না ভাটিয়ার ‘গফুর’ গানটির কথাও উল্লেখ করেন।

সাহসী দৃশ্যে অভিনয়ের সময়ে স্বামী সৌরভ দাসও ফ্রেমে ছিলেন। তবে সিদ্ধান্ত পুরোপুরি নিজের বলেই জানান তিনি। দর্শনার ভাষায়, “আমি কোন দৃশ্যে অভিনয় করব, কী পোশাক পরব—এসব বাবা বা সৌরভ ঠিক করে দেন না। এতে আমার স্বাধীনতা রয়েছে।”

বাংলা সিনেমায় স্বল্পবসনের নাচ নিয়ে বিতর্ক প্রসঙ্গে দর্শনার প্রশ্ন, “অন্য আঞ্চলিক সিনেমায় যখন হয়, বাংলায় হলে সমস্যা কোথায়?”

ইন্ডাস্ট্রিতে বহু বছর থাকলেও তাকে নায়িকা হিসেবে দেখা হয় না—এ অভিযোগও তুলেছেন দর্শনা। তার প্রশ্ন, “যদি সৌন্দর্য বা অভিনয় দক্ষতা শর্ত হয়, তা হলে আমার ঘাটতি কোথায়?”

অর্ঘদীপ চ্যাটার্জির ‘জোজো’ দিয়ে সিনেমায় অভিষেক দর্শনার। এরপর ‘আসছে আবার শবর’, তেলুগু সিনেমা, ঢাকাই ছবি ‘অপারেশন সুন্দরবন’—সবখানেই কাজ করেছেন। চলতি বছর শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’-তেও জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

মুক্তির পর ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে আইটেম গানে দর্শনার সাহসী উপস্থিতি ইতোমধ্যেই সিনেমাকে আলোচনায় এনে দিয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT