বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ—দগ্ধ ৬ শ্রমিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ—দগ্ধ ৬ শ্রমিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে বিকট শব্দে ঘটে এই দুর্ঘটনা। দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) এবং নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

দগ্ধ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা আবদু রহিম জানান, হঠাৎ করে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুনের তাপে ছয়জন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ছয়জনই গুরুতর দগ্ধ। তাদের শরীরের বিভিন্ন অংশ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাহিদের ৪০%, কামালের ২৬%, আতিকুরের ২৭%, তোরাবের ১৬%, তাইজুলের ১২% এবং ফেরদৌসের ১০% দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে শ্রমিকদের গায়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT