রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে গুলির ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ও বহু মামলার আসামি মো. রাকিব ওরফে গুই রাকিব (২৪)–কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার মাছিমপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। এ সময় র্যাব সদস্যরা একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
গ্রেপ্তার রাকিব ওই এলাকার সামছুল হকের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি ও খুনসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ১৮ অক্টোবর কর্ণগোপ এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে গুই রাকিব ও তার সহযোগীরা। গুরুতর আহত লোকমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কর্ণগোপ এলাকায় একটি খাবার হোটেলের ব্যবসা করেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, গুই রাকিব ও তার লোকজন বেশ কয়েকদিন ধরেই তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বাধ্য হয়ে তিনি ১ লাখ টাকা দিতে বাধ্য হন। কিন্তু পরে তারা বাকি ৪ লাখ টাকা দাবি করে আবারও চাপ সৃষ্টি করে। ১৮ অক্টোবর দুপুরে মোটরসাইকেলযোগে এলাকায় ঢুকে রাকিবের বাহিনীর সদস্যরা টাকা দাবি করতে থাকে। তিনি অপারগতা জানালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পালানোর সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পর র্যাব-১১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুই রাকিবকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।