নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুই পৃথক প্রজ্ঞাপনে আরও ২৩ কর্মকর্তাকে বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এন্টি টেররিজম ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি, মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআইসহ বিভিন্ন ইউনিটে নতুন পদায়ন করা হয়েছে। এর মধ্যে এন্টি টেররিজম ইউনিটে একাধিক অতিরিক্ত ডিআইজি নিয়োগ, খুলনা ও চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন উপ-কমিশনার, এসবিতে বিশেষ পুলিশ সুপার, রেলওয়ে পুলিশে পুলিশ সুপারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে বেতবুনিয়ার পিএসটিএস, এপিবিএন, পুলিশ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, সিএমপি, এসএমপি, সারদা এবং ময়মনসিংহ রেঞ্জসহ বিভিন্ন ইউনিটে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও যুগ্ম কমিশনার পদে রদবদল করা হয়েছে। কয়েকজন কর্মকর্তার আগের বদলি আদেশও বাতিল করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে এই পুনর্বিন্যাস জনস্বার্থে করা হয়েছে এবং প্রজ্ঞাপন অনুযায়ী আদেশ অবিলম্বে কার্যকর হবে।