বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
সোনারগাঁয়ে মেঘনায় ২ হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবি, দুই যুবক নিখোঁজ

সোনারগাঁয়ে মেঘনায় ২ হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবি, দুই যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই যুবক রানা ও শুভ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালের উদ্দেশ্যে সিমেন্টবোঝাই ট্রলারটি যাত্রা শুরু করে। দুপুরে ট্রলারটি মাঝনদীতে নোঙর করে বিশ্রামে যান রানা ও শুভ। কিছুক্ষণ পর ট্রলারের তলা ফেটে পানি ঢুকে সেটি দ্রুত তলিয়ে যায়। নদীর তীব্র স্রোতের কারণে তারা দুজনই নিখোঁজ হন।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে সেটি ডুবে গেছে। আমরা দু’ঘণ্টা চেষ্টা চালিয়েছি, কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।”

বৈদ্যেরবাজার ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, “সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে অবস্থানকালে হঠাৎ পানিতে তলিয়ে যায়। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।”

অন্যদিকে আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, “ট্রলারটি আমাদের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে হঠাৎ খবর পাই ট্রলারটি ডুবে গেছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা বলছেন, মেঘনা নদীতে প্রতিনিয়তই ভারী পণ্যবাহী ট্রলার চলাচল করে, কিন্তু এসব নৌযানের অধিকাংশই পুরোনো ও ঝুঁকিপূর্ণ। নিয়মিত তদারকি না থাকায় এমন দুর্ঘটনা বেড়ে চলছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT