মুন্সীগঞ্জের খবরঃ
মানুষ নয়, বিদেশ যাচ্ছেন এক বিড়াল! মুন্সীগঞ্জের রিয়া মনির আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’ এবার উড়াল দিচ্ছে ইতালির পথে। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা ক্যান্ডিকে ছাড়া একদিনও থাকতে পারেন না রিয়া— তাই প্রবাস যাত্রায় সঙ্গে নিচ্ছেন প্রিয় বিড়ালটিকেও।
এই অনন্য সফরের প্রস্তুতিতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা! এর মধ্যে আছে বিশেষভাবে তৈরি খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পশু পাসপোর্ট, এমনকি ট্রানজিট বিমানবন্দরের অনুমতিও।
রিয়া মনি জানান,আমরা বাইরে গেলে ও খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। তাই ক্যান্ডিকে বাদ দিয়ে বিদেশে যাওয়া সম্ভব না। ও এখন আমাদের পরিবারেরই একজন।
এ যেন সিনেমার গল্প! মুন্সীগঞ্জে প্রথমবারের মতো কোনো পোষা প্রাণী যাচ্ছে বিদেশে। স্থানীয়রা এখন ক্যান্ডির খবর নিয়েই মাতোয়ারা— কেউ বলছেন, “বিড়ালেরও যদি পাসপোর্ট হয়, তবে মানুষ পেছনে কেন!আবার কেউ ঠাট্টা করে লিখেছেন, ক্যান্ডি তো গেল ইতালি, আমরা এখনো ভিসার লাইনে!
ক্যান্ডির জন্য তৈরি হয়েছে বিশেষ পাসপোর্ট, যাতে আছে তার ছবি, নাম, বয়স, মালিকের সিগনেচার— সবই অফিসিয়াল!
শিগগিরই বিমানে চেপে রওনা দেবে এই ভ্রমণপাগল বিড়াল। রিয়া মনির হাস্যোজ্জ্বল মুখে একটাই কথা,
ওকে ছাড়া আমরা বিদেশে সুখে থাকতে পারব না— ক্যান্ডি আমাদের হৃদয়ের টুকরো।