বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
নারী ক্রিকেটার জাহানারার অভিযোগ: সাবেক নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানি

নারী ক্রিকেটার জাহানারার অভিযোগ: সাবেক নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন পেসার জাহানারা আলম। তিনি দাবি করেছেন, মঞ্জুরুল তার পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দিয়েছেন এবং হ্যান্ডশেকের পরিবর্তে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন।

অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,
“উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, ‘তর পিরিয়ড কতদিন চলেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও দেখতে হবে। ডাকলে চলে আসিস।’”

আরও একটি অভিযোগে তিনি জানিয়েছেন, “বিশ্বকাপের কিছু ম্যাচে আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”

জাহানারা অভিযোগ করেন, বারবার বিসিবি’কে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাননি। তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইঙ্গের হেড নাদেল স্যারের সঙ্গে কথাও বলেছি। কিছুদিন ঠিক হতো, পরে আবার আগের মতোই হয়ে যেত।” এখন তিনি বোর্ডের কাছে নয়, আল্লাহর কাছে বিচার চেয়েছেন।

এই বিষয়ে মঞ্জুরুল ইসলাম সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাও অমীমাংসিত রয়ে গেছে। মঞ্জুরুলকে ২০২০ সালের অক্টোবর মাসে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক এবং পরে টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া তিনি বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নারী ক্রিকেটারদের নিরাপত্তা এবং যৌন হয়রানি রোধের জন্য বিসিবিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।#news36hd#viral#





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT