রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে ঐক্যের বার্তা নিয়ে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি বলেছেন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীবাড়ি মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সভায় দিপু ভুঁইয়া আকস্মিক উপস্থিত হয়ে বলেন, “আমি কাজী মনির কাকার অভিজ্ঞতার হাত ধরেই নির্বাচন করতে চাই। তিনি আমাদের সবার শ্রদ্ধার মানুষ। তার পরামর্শ ও নেতৃত্বে রূপগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ রাখব। ধানের শীষের বিজয়ই আমাদের লক্ষ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে। আমি গণতন্ত্রের জন্য লড়েছি, এবারও গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করব।
দিপু ভুঁইয়া বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রূপগঞ্জের ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেব। এই নির্বাচনে আমরা ঐক্যের শক্তিতে মাঠে নামব।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, এডভোকেট জাকির হোসেন, যুবদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, জিয়া মঞ্চ সভাপতি জজ মিয়া, মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ বিএনপি আজ ঐক্যবদ্ধ। কাজী মনিরুজ্জামান ও দিপু ভুঁইয়ার নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায় রচনা হবে।#news36#vrial#