নিজস্ব প্রতিবেদক ঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে। নির্বাচনের সময়ও সবার জন্য সমান সুযোগ থাকবে। লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, এখনও আছে –স্বরাষ্ট্র উপদেষ্টা ।
তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। অনেক অপরাধে অন্যের নামে সিমকার্ড ব্যবহৃত হয়। এজন্য এক ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা ১০ থেকে কমিয়ে ধীরে ধীরে ৫ বা ৭, পরে ২টিতে নামিয়ে আনা হবে,” জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সহিংসতা দমন এবং রেমিট্যান্স যোদ্ধাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে ও জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। রাঙ্গুনিয়া ও রাউজান এলাকায় অপরাধপ্রবণতা আগের চেয়ে কমেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদায়ন ও নিয়োগে কোনো অনিয়ম হচ্ছে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।