বুধবার (২২ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ও আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ড. ইকবাল বলেন, “এবারের জাতীয় নির্বাচন কোনোরকম ‘যেনতেন’ মার্কার নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। যারা ভাবছে শুধু দলীয় মনোনয়ন পেলেই এমপি হয়ে যাবে—তারা ভুল করছে। স্বৈরাচারী কায়দায় ভোটকেন্দ্র দখলের কোনো সুযোগ এবার দেওয়া হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটেই বিজয়ী হতে হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এবার দেশের মানুষ ঠিক করবে—কোন প্রতীকে ভোট দিলে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি-দখলবাজি বন্ধ হবে, বেকারত্ব কমবে, জুলুম-অত্যাচার বন্ধ হবে। সেই প্রতীক হচ্ছে ‘দাঁড়িপাল্লা’। সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।”
গণসংযোগ শেষে তিনি আছর, মাগরিব ও এশার নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া চান।
ইকবাল ভূঁইয়া বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই—যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধ। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।”
নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের জন্য।”
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি আজিজুল ইসলাম নিলয়, সহসভাপতি হাফেজ শহীদুল্লাহ প্রমুখ।
Leave a Reply