স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড ইয়োয়োসো বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মলে তাদের ষষ্ঠ আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন করেছে। এর মাধ্যমে দেশে ব্র্যান্ডটির সম্প্রসারণে যুক্ত হলো নতুন এক মাইলফলক।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল–১ এ আয়োজিত অনুষ্ঠানে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাণবন্ত ফ্ল্যাশ মব এবং দেশের প্রথম ইনডোর বেলুন ড্রপ, যা অনুষ্ঠিত হয় বসুন্ধরা সিটির কেন্দ্রস্থলে। দুবাইয়ের আয়োজনে অনুপ্রাণিত এই মনোমুগ্ধকর ইভেন্টে নীল ও গোলাপি বেলুনের বর্ণিল সাজে পুরো স্থানটি উৎসবমুখর হয়ে ওঠে।
বেলুনের রঙিন ঝলক ও সুরের তালে প্রাণচঞ্চল পরিবেশ দর্শকদের মধ্যে ছড়িয়ে দেয় আনন্দ ও উচ্ছ্বাস। অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শক–ক্রেতারা বলেন, ইয়োয়োসো সব সময়ই তরুণদের জন্য নতুন কিছু নিয়ে আসে। এই আয়োজন সত্যিই দারুণ।
অনুষ্ঠানের শেষে হয় উত্তেজনাপূর্ণ ‘PR Box Giveaway’, যেখানে আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ইয়োয়োসো গিফট বক্স। এছাড়া ব্র্যান্ডটির ভবিষ্যৎ সাফল্যের কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।
বৃহৎ পর্দা উন্মোচন ও ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, ফকির অ্যাপারেলস লিমিটেডের এমডি ফকির মনিরুজ্জামান এবং ইয়োয়োসো বাংলাদেশের এমডি মোনজারিন জামান।
উদ্বোধনী বক্তব্যে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন,বসুন্ধরা সিটিতে ইয়োয়োসোর ষষ্ঠ আউটলেটের যাত্রা শুরু অত্যন্ত আনন্দের। ইয়োয়োসো শুধু একটি ব্র্যান্ড নয়, এটি এক অনন্য লাইফস্টাইল এক্সপিরিয়েন্স শপ।
তিনি আরও বলেন, ইয়োয়োসোর পণ্য শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের মানুষের জন্য আকর্ষণীয়। এর সাশ্রয়ী মূল্য ও মান ক্রেতাদের নতুন অভিজ্ঞতা দেবে।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর ব্লক–সি ও ডি–এর মূল এস্কেলেটরের পেছনে অবস্থিত নতুন এই আউটলেটটি ক্রেতাদের জন্য আধুনিক ও নান্দনিক কেনাকাটার অভিজ্ঞতা এনে দেবে। এখানে ইয়োয়োসোর নান্দনিক লাইফস্টাইল ও হোম পণ্য পাওয়া যাবে—যেখানে রয়েছে স্টাইল, ব্যবহারিকতা ও সাশ্রয়ী মূল্যের দারুণ সমন্বয়।
বর্তমানে ইয়োয়োসো বাংলাদেশ সফলভাবে পরিচালনা করছে তাদের বনানী রোড–১১, সাতমসজিদ রোড ধানমন্ডি, যমুনা ফিউচার পার্ক, নারায়ণগঞ্জ ও খিলগাঁও আউটলেট।
Leave a Reply