স্পোর্টস ডেস্ক:
এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম লেগে শেষ মুহূর্তে হেরে গেলেও, দ্বিতীয় লেগে হংকংয়ের মাঠে ১–১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট তুলে নেয় লাল–সবুজ জার্সিধারীরা।
এই ড্রয়ের সুবাদে ফিফা র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদে জামাল ভূঁইয়াদের অবস্থান এখন ১৮৩ নম্বরে।অন্যদিকে, প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে হারিয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা, তারা এখন দ্বিতীয় স্থানে।শীর্ষে আগের মতোই স্পেন, আর এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে ফ্রান্স।
ব্রাজিলের অবস্থান নেমে গেছে সাতে; দক্ষিণ কোরিয়াকে হারালেও জাপানের কাছে হেরে তারা এক ধাপ পিছিয়েছে।চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল, ছয়ে নেদারল্যান্ডস, আটে বেলজিয়াম, নয় নম্বরে ইতালি এবং দুই ধাপ উন্নতি করে শীর্ষ দশে ফিরেছে জার্মানি।
বাংলাদেশ র্যাংকিংয়ে ১৮৩ নম্বরে, আর্জেন্টিনা দ্বিতীয়, স্পেন শীর্ষে, ব্রাজিল এক ধাপ পিছিয়ে সপ্তম, জার্মানি শীর্ষ দশে ফিরে এলো।
Leave a Reply