নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
ইংরেজি নববর্ষের শুরুতেই হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জনজীবন। শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকা। কনকনে শীত থেকে বাঁচতে সমু মার্কেটসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে।
তীব্র শৈত্যপ্রবাহের এই পরিস্থিতিতে সংবাদ সংগ্রহে নিয়োজিত সংবাদকর্মীরাও পড়েছেন চরম দুর্ভোগে। সমু মার্কেট এলাকায় আগুন পোহানোর সময় সংবাদকর্মী সাজিদুর রহমান সাজিদ বলেন, পেশাগত কারণে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকতে হয়। কিন্তু এই তীব্র শীতে কাজ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। কনকনে ঠান্ডায় শরীর যেন জমে যায়, তাই সামান্য উষ্ণতার জন্য এভাবেই আগুন পোহাতে হচ্ছে।
শুধু সংবাদকর্মী নয়, উপজেলার খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। শীতের কারণে কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে রূপগঞ্জের স্থানীয় বাসিন্দারা দ্রুত শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।