নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা ঘিরে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে আজ সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত রাখা হয়েছে।
ডিএমপি জানায়, দাফন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় জননিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা।
যেসব সড়কে যান চলাচল বন্ধ বা সীমিত
ডিএমপির ঘোষণায় বলা হয়েছে, আজ দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিচের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ বা আংশিকভাবে সীমিত থাকবে—
মানিক মিয়া অ্যাভিনিউ
বিজয় সরণি (আংশিক অংশ)
কলেজ গেট মোড় ও আশপাশের সড়ক
আইডিবি ভবন মোড় এলাকা
পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সার্ভিস রোডের নির্দিষ্ট অংশ
এই এলাকাগুলোতে সাধারণ যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধুমাত্র জরুরি সেবা প্রদানকারী যানবাহনকে নির্দিষ্ট নিয়ম মেনে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
বিকল্প সড়ক ও পার্কিং ব্যবস্থা
ডিএমপি জানায়, দাফনে অংশ নিতে রাজধানীর বাইরে থেকে আগত যানবাহনের জন্য বিকল্প পার্কিং জোন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত পার্কিং এলাকায় গাড়ি রেখে হেঁটে বা নির্ধারিত শাটল ব্যবস্থায় অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ট্রাফিক বিভাগ আরও জানায়, বন্ধ সড়কের পরিবর্তে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। বিশেষ করে অফিসগামী মানুষদের সকাল থেকে ভ্রমণ পরিকল্পনা করে বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নগরবাসীর প্রতি আহ্বান
ডিএমপি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, “এই শোকের দিনে সকলের সহযোগিতা কাম্য। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চললে যানজট ও ভোগান্তি অনেকটাই কমবে।” একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অনুষ্ঠানস্থলের আশপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
ধীরে ধীরে স্বাভাবিক হবে চলাচল
পুলিশ জানায়, দাফন ও আনুষ্ঠানিকতা শেষ হলে পর্যায়ক্রমে সড়কগুলো খুলে দেওয়া হবে এবং যান চলাচল স্বাভাবিক করা হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। তার দাফনকে ঘিরে রাজধানীতে আজ এক আবেগঘন পরিবেশ বিরাজ করছে।