বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আমিনুল ইসলাম প্রিন্স, উন্নয়নভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আমিনুল ইসলাম প্রিন্স, উন্নয়নভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছেন আমিনুল ইসলাম প্রিন্স। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বিবৃতিতে তিনি বলেন, “মুড়াপাড়ার প্রতিটি মানুষই আমার শক্তি। আপনাদের সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, উন্নত ও ন্যায়নিষ্ঠ ইউনিয়ন গড়ে তুলতে চাই। সততা, যোগ্যতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।”

শিক্ষা ও স্বাস্থ্য সেবা উন্নয়নের অঙ্গীকার

চেয়ারম্যান প্রার্থী প্রিন্স জানান, ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও স্কলারশিপ চালুর পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তিনি একটি পূর্ণাঙ্গ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন

গ্রামের প্রতিটি রাস্তা আধুনিকায়ন, খাল-ড্রেন পরিষ্কার ও উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন তিনি। বলেন, “অবকাঠামো উন্নয়ন হবে স্বচ্ছতার ভিত্তিতে। প্রতিটি প্রকল্পে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।”

জনগণের প্রতি দোয়া ও সমর্থন কামনা

বিবৃতির শেষে আমিনুল ইসলাম প্রিন্স মুড়াপাড়াবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, “আপনাদের পাশে থেকে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।”

আগামী নির্বাচনে তার প্রার্থিতা ঘোষণার বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT