বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলা: ৯৯তম তারিখেও চার্জশিট নেই, ক্ষোভ বাদীপক্ষে

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলা: ৯৯তম তারিখেও চার্জশিট নেই, ক্ষোভ বাদীপক্ষে


নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ৯৯তম ধার্য তারিখেও চার্জশিট দাখিল হয়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে তদন্তকারী কর্মকর্তা (আইও) দীপক চন্দ্র মজুমদার অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হন।

দীর্ঘদিন ধরে মামলার তদন্ত অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাদী পক্ষ। আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, “নির্দিষ্ট তারিখে চার্জশিট না দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি।” আদালত এরপর তদন্ত কর্মকর্তাকে দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।

এদিন মামলার জামিনে থাকা আসামিদের মধ্যে মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ, রিফাত বিন ওসমান, শাফায়েত হোসেন শিপন ও কাজল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি তায়েব উদ্দীন আহাম্মদ জ্যাকি ও ইউসুফ হোসেন লিটন অনুপস্থিত থাকায় তাদের আইনজীবী সময়ের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

কারাগারে থাকা আসামি আজমির ওসমানের ড্রাইভার জমশেদ শেখকে আদালতে হাজির করা হয়।

দীর্ঘসূত্রিতা আর বিলম্বের কারণে আলোচিত ত্বকী হত্যা মামলা বছরের পর বছর অচলাবস্থায় পড়ে আছে বলে অভিমত পরিবারের। মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে আগামী ৭ জানুয়ারি





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT