বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
বাংলাদেশের দাপুটে সাফল্য: আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ে টাইগাররা

বাংলাদেশের দাপুটে সাফল্য: আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদকঃ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে দুর্দান্ত সাফল্যের স্বাদ নিয়েছে বাংলাদেশ। শেষ টেস্টের পঞ্চম দিনে ২১৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে থামে আয়ারল্যান্ডের লড়াই। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। হ্যারি টেক্টর ৫০, গ্যাভিন হোয়ে ৩৭, জর্ডান নিল ৩০, এন্ডি ম্যাকব্রিন ২১ ও চ্যাড কারমাইকেল ১৯ রান যোগ করেন।

টাইগারদের সাফল্যে বড় অবদান রাখে স্পিন বিভাগ। তাইজুল ইসলাম ১০৪ রানে ৪ উইকেট ও হাসান মুরাদ ৪৪ রানে ৪ উইকেট শিকার করে প্রতিপক্ষকে চাপে রাখেন শুরু থেকেই।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৭৬ রান, জবাবে আয়ারল্যান্ড থামে ২৬৫ রানে। ফলে বিশাল লিড নিয়ে মাঠে নামা বাংলাদেশ শেষ পর্যন্ত ইনিংস ও ৪৭ রানে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল আগেই।

এবার সামনে টি-টোয়েন্টি মিশন। আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT