বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
রূপগঞ্জে বিএনপি নেতা আলমগীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রূপগঞ্জে বিএনপি নেতা আলমগীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন টিটুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ইতোপূর্বে তাকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ তুলে নিয়ে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, ভবিষ্যতে আলমগীর হোসেন দলীয় নীতিমালা ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে শুক্রবার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন আলমগীর হোসেন নিজেও। তিনি বলেন, “দল থেকে প্রেরিত চিঠিতে আমার বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।”

চিঠিতে উল্লেখ করা হয়, “ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT