আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসন ঠাকুরগাঁও-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রার্থী বাছাইয়ের মানদণ্ড এবং নির্বাচনকালীন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মির্জা ফখরুল প্রথম দফার প্রার্থী তালিকা পড়ে শোনান। তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি, জনগণের সমর্থন নিয়ে বিএনপি ও এর সহযোগী জোট একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।”
মহাসচিব আরও জানান, বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে দ্বিতীয় দফায়, যা খুব শিগগিরই জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীদের মধ্যে অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ প্রজন্মের নতুন মুখদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া নারী প্রার্থীর সংখ্যাও এবার আগের তুলনায় বেশি হবে বলে জানা গেছে।