বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
তালিকায় নেই রুমিন ফারহানা ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

তালিকায় নেই রুমিন ফারহানা ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নামের প্রাথমিক ও চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।

ঘোষণায় জানানো হয়, বিএনপি এবার একক প্রার্থী হিসেবে ২৩৭টি আসনে মনোনয়ন দিয়েছে। তবে প্রাথমিক এই তালিকায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই—যা দলীয় মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে বিএনপি ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রার্থীশূন্য রাখা হয়েছে। এই দুই আসন নিয়ে স্থানীয় পর্যায়ে কৌতূহল ও আলোচনা তীব্র হয়েছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দল নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করছে। আমরা ধাপে ধাপে সব আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করব। নির্বাচনী প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

বিএনপির একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দলটি কার্যত পূর্ণ নির্বাচনী প্রস্তুতির পথে অগ্রসর হচ্ছে। প্রাথমিক এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে বাদ পড়া প্রার্থীদের নিয়ে।

দলীয় সূত্র জানিয়েছে, বাকি আসনের প্রার্থীদের নামও শিগগিরই প্রকাশ করা হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT