নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই দিনে ৩২ লাখ ৩৭ হাজারের বেশি শিশু, কিশোর ও কিশোরী টিকা নিয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রচারে বলা হয়েছে, ‘টিকাটি নিরাপদ ও কার্যকর। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) যাচাই করা এবং সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত।’
কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফ যৌথভাবে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার চালাচ্ছে।
তবে সামাজিক মাধ্যমে টিকা নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কিছু বিভ্রান্তিমূলক প্রচারও দেখা যাচ্ছে। অনেক অভিভাবক এখনো প্রশ্ন তুলছেন—‘বাচ্চার জন্য এখনই এই টিকা নেওয়া ঠিক হবে কি না’ কিংবা ‘পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না’। এসব উদ্বেগের কারণে অনেকেই সন্তানদের নিবন্ধন করাতে দ্বিধায় রয়েছেন বলে জানা গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড টিকার অভিজ্ঞতার কারণে অনেকের মনে টিকা নিয়ে অনাস্থা তৈরি হয়েছে, তবে টাইফয়েডের টিকা নিয়ে এমন উদ্বেগের কোনো কারণ নেই। তারা জানিয়েছেন, এই টিকা আন্তর্জাতিকভাবে অনুমোদিত, নিরাপদ এবং বাংলাদেশে ব্যাপকভাবে প্রয়োগের জন্য উপযুক্ত।
একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, “টাইফয়েড এখনো দেশে শিশুদের মধ্যে একটি বড় স্বাস্থ্যঝুঁকি। এই টিকা দিলে শিশুদের রোগপ্রবণতা অনেক কমে যাবে। অভিভাবকদের ভয় বা বিভ্রান্তিতে না পড়ে শিশুদের টিকা নিশ্চিত করা উচিত।”