বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
প্যারোলে মুক্তি, স্ত্রীর জানাজায় অংশ নিলেন মতিউর রহমান মতি

প্যারোলে মুক্তি, স্ত্রীর জানাজায় অংশ নিলেন মতিউর রহমান মতি

নিজস্ব প্রতিবেদকঃ

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্যারোলে মুক্তি পেয়ে তার স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) যোহরের নামাজের পর মতির স্ত্রী রোকেয়া খাতুনের জানাজা অনুষ্ঠিত হয় তার সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদরাসায়। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানাজায় অংশ নিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন মতি। উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন,আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে রয়েছি। এর মধ্যে গতকাল আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। তার সঙ্গে আমার ৩২ বছরের সংসার জীবন। তিনি সবসময় আমাকে আগলে রেখেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। যদি জীবনে তিনি কারও সঙ্গে কোনো কষ্ট দিয়ে থাকেন, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান,মতিউর রহমান মতি কে কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি মুক্ত ছিলেন।”

মতি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত ৪৫টি মামলার আসামি, যার মধ্যে রয়েছে হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ। এ বছরের ১২ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুইকে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ছেলে বাবুই জামিনে মুক্তি পেলেও মতিউর রহমান মতি এখনও কারাভোগ করছেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT