বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে হাইমচর উপজেলায় নেমে আসে গভীর শোকের ছায়া।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন সুমন (৪২) গত মে মাসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় এবং সর্বশেষ চিকিৎসা চলছিল বিএমইউতে।

প্রয়াত ওসি সুমন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি গত বছরের ১৭ অক্টোবর হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন এবং যোগদানের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ এশা তার নিজ এলাকা কুমিল্লার বরুড়ার হোসেনপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এক শোকবার্তায় ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT