বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে রাজধানীতে কঠোর ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১ রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা
রূপগঞ্জে নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ বেড়ে চলছে

রূপগঞ্জে নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ বেড়ে চলছে

নিজস্ব প্রতিবেদকঃ

ডেমরা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কের দক্ষিণ নবগ্রাম থেকে মাঝিনা নদীর পাড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার নির্মাণ ধীরগতির কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে। পরশি-মুড়াপাড়া জিসি ভায়া রূপগঞ্জ সড়ক ১৪.২৭০ কিলোমিটার এবং ফজুরবাড়ি থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৪.৩৫০ কিলোমিটার লিংক রোডসহ মোট ১৮.৬২০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছে।

এলাকাবাসী আলম হোসেন  বলছেন, মুশুরি, ফজুরবাড়ি থেকে রূপগঞ্জখেয়াঘাট ও হাবিবনগর এলাকায় সৃষ্ট গভীর গর্তে হাঁটু সমান পানি জমে চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই হালকা যান উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে। দক্ষিণ নবগ্রাম, মাইফরাসপাড়া, ইছাখালী, পাড়াগাঁও, বড়ালু, ডাক্তারখালী এলাকায় পাকা রাস্তার মাঝখানে কাদা-মাটির ছড়াছড়ি দেখা যাচ্ছে।

এলজিইডি’র এ প্রকল্পে ২৬ কিলোমিটার সড়কের ছয়টি কালভার্ট নির্মাণও ধীরগতিতে চলছে। নির্মাণকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জমির জটিলতা, সড়কের মাঝখানে থাকা ৩০–৩২টি বৈদ্যুতিক খুঁটি, বিএনপি নেতাকর্মীদের জমির ক্ষতিপূরণ না দেওয়া এবং অতিবর্ষণের কারণে কাজ বিলম্বিত হচ্ছে।

সড়ক নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় চারটি ইউড্রেন, ৪.৫০ কিলোমিটার বক্স ড্রেইন, দুইটি বক্স কালভার্ট এবং ১২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ২০২৩ সালের ২৯ মে থেকে কাজ শুরু করেছে। প্রথমে ২০২৪ সালের মে মাসে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও জমির জটিলতা, অতিবর্ষণ ও অন্যান্য সমস্যার কারণে সময় বৃদ্ধি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরহীনতার কারণে সড়কের দুর্ভোগ দ্বিগুণ হয়ে গেছে। প্রতিনিয়তই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের যাতায়াতও ব্যাহত হচ্ছে। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন জানিয়েছেন, নানা প্রতিকূলতার কারণে নির্মাণ কাজ ব্যাহত হলেও শিগগিরই দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী এক মাসের মধ্যে সড়ক নির্মাণ সম্পূর্ণ হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT